আমিও হারিয়ে যাবো কোন এক বিদায় অপরাহ্ণ।
শত চেষ্টা করেও মিলবে না আর এই পদচিহ্ন।

গোধূলির আলোমাখা লালচে মলিন,
আকাশপটে আলোরাজ হবে বিলীন।

কেউ রাখলো না-তো মনে
সে ভাবলো রাত্রি নিরলে,
যে করলো এই ভুবন আলোময়
তাকে ভুলতে করলো না দ্বিধা! এ কেমন লোকালয়?

চন্দ্র জ্যোৎস্নার মুগ্ধতা নিয়ে কত কবিতা আর গান!
অথচ দেখো এই লোকপুরে নাই কোনো সূর্যের মান।
যার জেলা জৈলুসে বেঁচে আছে এই ধরনীর প্রাণ ॥

বিষাক্ত অনিলে ছেয়ে যেত ধরিত্রীর নভঃ শ্বাস
যদি না দিত তরুরাজ এই ভূমণ্ডলে সু-বাতাস।

কেউ রাখলো না-তো মনে
সে ভাবলো রাত্রি বিরলে,
যে করলো এই ভুবন অবিষ-ময়
তাকে ভুলতে করলো না দ্বিধা! এ কেমন লোকালয়?

প্রাণিকুল সমীরণ করে বিষাক্ত কার্বনে,
বিষাক্ত কার্বন করি গ্রহণ, দেই ছায়া, ফল পৃথ্বীর কাননে।
তবুও যে গাছ পাইনি রেহাই,  উজার হয় কারণে-অকারণে ॥


আরো কত কি?  প্রত্যহ জীবনে আসা যাওয়া হয়।
মনে কি রাখে? নাকি চলে গেলে ভুলে যায় এই  মহালয়।
তবে কি!  আমিও চলে গেলে ভুলে যাবে এই লোকালয়?