কতটা ভালোবাসলে মানুষ তার চেতনা হারায়,
কতটা প্রেমাঘাত পেলে পাগল হয়ে যায়। 
কতটা অসহায় হলে রাস্তায় জায়গা পায়,
কতটা ভাগ্য খারাপ হলে একটি পরিবার বিলীন হয়ে যায়।

কতটা অনাহার হলে মরার আগে খেতে চায়, 
কতটা কষ্ট পেলে নীরবে সব লাগব করা যায়,
কতটা পিটনি খেলে আত্মা তার দেহ ছেড়ে পালায়,
কতটা যন্ত্রণা হলে নিভৃতে সব  সহ্য করা যায়, 
কতটা জুলুম হলে নির্দ্বিধায় তা মেনে নেওয়া যায়। 

কতটা হৃদয়হীন হলে মানুষ মানুষকে মেরে দেয়।
কতটা নিষ্ঠুর হলে অন্যায় ভাবে লাঠি হাতে তুলে নেয়।
কতটা অমানবিক হলে মানবিক গুণাবলী হারায়।
কতটা অনিরাপদ দেশ থাকলে মানুষ তার বেঁচে থাকার অধিকার হারায়। 
কতটা শিক্ষার অভাব হলে শিক্ষাঙ্গন পরিণত হয় কসাই খানায়। 

কতটা অন্যায় অত্যাচার, নির্যাতনের জুলুম মেনে নিলে তোফাজ্জল হওয়া যায়? 
কতটা তোফাজ্জলের প্রাণ নিলে দেশে শান্তি পাওয়া যায়? 
আমি তোফাজ্জল হোসেন হতে চাই॥