দীর্ঘদিনের নিঃসঙ্গতা কাটিয়ে হঠাৎ তুমি আসবে,
আমায় নতুন দিনের আশা  দেখিয়ে,
দীর্ঘদিন নিঃসঙ্গের উপবাস কাটিয়ে।।
আমিও পাবো নতুন প্রাণ
কথার জাদুতে তুমি মারবে বাণ।

সকল নিস্তব্ধতা কাটিয়ে তুমি আসবে
স্তব্ধ অরণ্যেকে আবার নতুন কথা চাষ করবে
নানান কথার ছড়াছড়ি পার হবে বেলা
বসবে আবার  রাত্রীকালীন  হাজার কথার মেলা।

এই একাকিত্বের কালো আড়াল করে তুমি জ্বালাবে আলো
হয়তো-  নতুন প্রতীপ জ্বালিয় দূর করবে হাজার কালো
আমি খুঁজে পাবো এক রঙের ছোঁয়া
তোমার স্পর্শে উড়ে যাবে সব কালোর ধোঁয়া।

আমি মনে করি এই বুঝি তুমি রয়ে গেলে আমরণ
সেই সুখের উল্লাসে ভুলে যাই সকল অতীত ক্লেশ-শিহরণ।

প্রতিবারের মতই এবারেও রহস্যময় প্রাচীরে লুকিয়ে গেলে,
আমাকে আবারো অনন্তকালের নিঃসঙ্গতায় ফেলে।

পরে আছি ক্ষনিকের  সেই সুখের স্মৃতি  নীড়ে,
অপেক্ষায় থাকি,  ফিরবে  কত শতবছর পরে,
হঠাৎ তুমি আবার ,  মায়াবতী হয়ে আসবে ফিরে।
তোমার যাওয়া আসার এই মহাকাল চক্করে..
পৃথিবীতে আঁটকে গেলাম হাজার বছর ধরে।।


- মুহাম্মদ জহির
১৫ আগষ্ট ২০২৪