মন কত, দিনু রত , থাকে ভাবনায়।
কত কল্প, ভাবে গল্প, ছন্দের ধারায়।
শত বন্য, করে ধন্য, মন কল্পনায়।
মন কল্পনা....!
ভালো মনুষ্যত্ব দেবত্বেরই রূপান্তর নিয়ে,
মন ভাবে দুষ্কর কর্ম সাধনের মধ্যে দিয়ে।
মন কল্পনা....!
সে ভাবে তার মত, না উঠে বাস্তবের বিন্দু জালে।
সে মিথ্যে মিথিলার মত ভেবে, বাস্তব যখন না মিলে।
কষ্ট পাই, ব্যথা পাই, ক্ষয়ে যায় তিলে তিলে।
মন কল্পনা...!
কেন ভাবে বাঁধা হীন ভাবনা,
সরল ভাবিয়া কেন করে জটিলতা?
জানে-তো সে, জটিল মনে বাড়ে ব্যাকুলতা।
মন কল্পনা....!
ভাবো কেনো নিজেরি মত? কষ্ট কেন পাও ফিরে।
বাস্তব জগত সত্য হয়ে, আসে কল্পনার ভেদ চিরে।