নানান ঢঙে নিত্য মানুষ
উড়ায় কত রূপের ফানুস
এই মনে নয় অন্য মনে
মন মিলিয়ে যায় ক্ষণে ক্ষণে।
নানান রঙের এতো বাহার
কেঁড়ে নিতে অন্যের আহার
অনুশোচনা হয় না মনে
রঙ পাল্টায় ক্ষনে ক্ষণে।
আহাজারি করছে কত
অনাহারে ভুগছে যত
খাদ্যের অভাব পূরণে
কুরবানি হয় ক্ষণে ক্ষণে।
মানুষ সব ভাবছে এমন
ইচ্ছে তার চলন বলন
স্রোষ্টা তারে রেখে বনে
ঘুমিয়ে নেয় ক্ষণে ক্ষণে
সময় বিক্রি হচ্ছে টাকায়
বিক্রি হচ্ছে ঘুড়ির নাটায়
তাই বলে কি নিচ্ছে কিনে?
মিথ্যা বলে ক্ষণে ক্ষণে
নরক হলো একটি গুজব
যা মনে লয়, ঝেড়ে নে ক্ষোভ।
সব বুঝে নে, সব কেড়ে নে।
সময় পাবি কি আর ক্ষণে ক্ষণে?
ফুরিয়ে এলে আসল সময়
কোথায় যাবে এতো প্রণয়
সময়, টাকা রয় না বলে।
মিথ্যা আশ্বাস ক্ষণে ক্ষণে।
স্রোষ্টা তো সব দেখছেন তবে
মিথ্যােই কেনো বড় হবে?
এতো রঙের এই পৃথিবী
কত আছে হাবিজাবি
সব মিথ্যা যদি নেয় তুলে
সত্যের কি আর মূল্য রবে?
সব অপরাধ যদি নেয়গো তুলে
নিরপরাধের কি আর মূল্য রবে?
সব খারাপ যদি নেয় তুলে,
ভালোকে আর কেই-বা মূল দিবে।
সকল খাদ্যের অভাব করেন পূরণ
খাদ্যের অভাব বুঝবে ক'জন
স্রোষ্টা তার পরিকল্পনা করে
সাজিয়ে রেখেছেন ক্ষণে ক্ষণে।