সামনে কত আয়োজন,
ছিল না আমার আমন্ত্রণ,
কোনো এক দুপুরের খাবার।

সবাই খেল চেটেপুটে,
আমার কপালে নাহি টুকে,
চেয়ে থাকি করি আঁখি বার।

আমার জন্য এই আয়োজন,
আসে শত চেনা-অচেনা মানুষজন,
সবাই খেল আপন জনের সনে।

কেউ বলে ব্যাটা লবণ মরিচ দিল নিম্ন
যদি গোস্তোটা হতো আরেকটু সিদ্ধ
তা হলেই তো! খেতাম আয়েশ আসনে।

ওরে ব্যাটা! একে একে করলি খালি
সল্প সিদ্ধ, অল্প লবণ-অনলংকার সাঁটা থালি
আর কত খাবি? একবার কর শুকরিয়া জ্ঞাপন।