এই চাঁদহীন নিশিরাত তোমার পাশে থাকবো,
ছাদের এককোনে তোমার পাশে আমি বসবো,
আমার সাদা হাত তোমার মেহেদী মাখা হাতে রাখবো ৷
চারো দিকে আধার ঝলমল করবে,
দক্ষিণের শীতল হাওয়া বইবে,
তারাগুলি তাকিয়ে থাকবে ।
তুমি আকাশ পানে তাকিয়ে তারা গুনবে,
দক্ষিণ বাতাসে তোমার চুলগুলো উড়বে,
লজ্জায় তাঁরাগুলো মেঘের আড়ালে লুকাবে৷
আমি তোমার চুলগুলো আলতো ছুঁয়ে,
রাখবো নিজ হাতে খোঁপায় বেঁধে,
ভাসাবো সুখের নৌকা তোমায় নিয়ে ৷