এক বসন্ত মোর
কাটিয়েছে ঘোর
শিখিয়েছে বাস্তবতা।
আমি পাগল কবি ব্যাকুল, বসন্তে আকুল নেশায়।
সেই বসন্ত আমায় দেখিয়েছে তার করুণ দশায়।
লুকিয়ে অবাসন্তিক রূপের ব্যাথায়, এই অস্থিরতা
কবি!
তোমার বাসনা হয়েছে পূরণ? এবার আমি যাই?
হয়েছে সাধনা পূর্ণ, আমায় করলে শূন্য আর কি চাই?
রেগেছ তুমি?
বড্ড ব্যথা পেয়েছ মনে?
কেনো রেগে আছো অকারণে?
তুমি তো আমায় ডেকে এনেছিলে!
তুমি তো আমার সাজিয়েছিলে বাসন্তী সাজে!
তবে এখন কেনো এই অবহেলা?
আমি তোমার আবরণী র সৌন্দর্য মুগ্ধ
তোমার অভ্যন্তরীণ আবেশে আমি দগ্ধ -