শহর আমার নই অচেনা
শৈশবের তৃপ্তিতে কেনা
চেনা জায়গায় হারায় লোক
কঠিন হৃদয়ের বেভুল শহর
নিত্যনতুন ভুলের বহর
হৃদয় ভাঙার শোক

জলে জল তরঙ্গ
ইট বালুতে ভেজায় অঙ্গ
রট পাথরের খেলা
শহর হলো
রঙিন কালো
নানান মানুষের মেলা

অস্বচ্ছ আকাশ সচ্ছল
এখানে সত্যরা অসচ্ছল
মনের গভীর রাতকালী
ভেসে বেড়ায় রাহাজানির চিৎকার
ছড়িয়ে আছে অসহায়ত্বের হাহাকার
নোংরা মানসিকতার ভরা আমার এই শহরতলী

এখানে সেখানে ছড়িয়ে
এ নগর মিথ্যায় তলিয়ে
মাঝে মাঝে সত্যের দীপ
মনে ভাবি একথা
যদি হতো শাস্তির ব্যবস্থা
টেনে ছেড়া হবে সেই মিথ্যের জিব।