আজ অন্য কোন পুরুষ তোমায় করবে বস্ত্র মুক্ত,
আমার অধিকার ভেঙে যাবে এক নিমেষে।
যেখানে ছিল প্রেমের অটুট প্রাচীর,
আজ সেখানে আঘাতের তীক্ষ্ণ শেসে।

তোমার ত্বকে আজ অন্যের স্পর্শ,
আমার স্বপ্ন পুড়ে হলো ছাই।
যেখানে আমি গড়েছি স্বর্গের কল্পনা,
সেখানে আজ নরকের প্রহরাই।

তোমার হাসি আজ অন্যের আনন্দ,
তোমার নীরবতা তার ইশারা।
আমি যেন এক পলকেই মরে গেলাম,
তোমার ভালোবাসার এ নির্মম কারসাজায়।

কেন এ প্রতারণা, কেন এ ব্যথা,
কোন দোষে পুড়ল আমার হৃদয়?
তোমার মিথ্যা শপথ, ভালোবাসার ছল,
সব ছিল কি শুধুই নিছক অভিনয়?

আজ আমি স্তব্ধ, ভাঙা শিরার রক্ত,
বয়ে চলে শূন্য জীবনের পথে।
তুমি মুক্ত হলে, আমি বন্দী হলাম,
চিরকালের এই কষ্টের মোহে।