অবশেষে যে তোমাকে পেয়েছে,
সে জানে না, কীভাবে দুঃখ জমাতে হয়,
কীভাবে রাতের নিরবতায়
চোখের কোল ভিজিয়ে যায়।
সে জানে না,
দুঃখের শব্দ কেমন হয়,
কীভাবে তা রক্তচক্ষু দিয়ে প্রবাহিত হয়।
সে এটাও জানে না, কিভাবে মন কাঁদে,
জানে না, সে কিভাবে অশ্রুর বদলে রক্ত ঝরে।
অথচ, যে তোমাকে পেয়েছে,
সে সুখে ঘুমোয় নির্ভাবনায়,
আমার বুকের ব্যথা,
তার আকাশের চাঁদ হয়ে জ্বলে।