তোমায় আমি ভিক্ষে চেয়েছিলাম,
একটুখানি ভালোবাসা,
তোমার ঠোঁটের বাঁকে জমা
এক ফোঁটা হাসি,
তোমার চোখের আকাশে
এক চিলতে নীল।

আমি চেয়েছিলাম শুধু একটু সময়,
তোমার হাতের ছোঁয়া,
তোমার কণ্ঠের সুর,
তোমার ছায়ায় ঢাকা এক টুকরো দিন।
কিন্তু তুমি দিলে ফিরিয়ে,
তোমার শীতল নিরবতা,
তোমার আড়াল ভরা একাকিত্ব।

তোমার কাছে ভিক্ষা চাইতে এসে
ফিরে গেলাম খালি হাতে,
তোমার স্মৃতির ছাইয়ে পোড়া
আমার হৃদয়ের অলিখিত কবিতা।
তোমার ভালোবাসা ছিল
এক দুঃস্বপ্নের মতো,
যা ছুঁতে গিয়ে
হারিয়ে গেলো চিরতরে।

তোমায় আমি ভিক্ষে চেয়েছিলাম,
কিন্তু পেলাম শুধু একটি অশ্রু–
কেউ না জানা গল্পের একাকী সাক্ষী।
--
দ্রষ্টব্যঃ কালের সাক্ষী হয়ে থাকুক ৩০ আগষ্ট ২০২৩ খ্রিঃ