তোমার দেওয়া উপহার পেয়ে,
খুশি ছিলাম হৃদয় ছেয়ে।
ভেবেছিলাম, ভালোবাসা,
এই ঘ্রাণে মিশেছে আশা।
সাজলাম তাই পরম যতনে,
তোমার প্রেমের মায়া ক্ষণে।
মুঠোফোনে যখন দেখলাম বার্তা,
জ্বলল মনে প্রতারণার কার্টা।
লিখেছ তুমি, অন্য নারীর নামে,
"তোমার ঘ্রাণে ঘর মিশে থামে।
তাই কিনেছি স্ত্রীর জন্য পারফিউম,
তোমার ছোঁয়া যেন পাই প্রতি ধুম।"
তোমার ভালোবাসা হল মিথ্যে,
ঘ্রাণে মিশল বিষের প্রহরে।
সত্য বুঝে মন হলো ভারী,
প্রেমের ঘর আজ শুধুই ফাঁকি।
তবু আমি ভাঙব না, জানি,
নিজের সম্মান রাখব টানি।
তোমার উপহার ফিরিয়ে দিলাম,
নিজের আলোয় পথ খুঁজে নিলাম।