জীবন এক সাদা কাগজ,
সুখ আসে বাতাসের মতো—
থাকে না কোনো চিহ্ন।
দুঃখ আসে কালির দাগ হয়ে,
গভীরে আঁচড় কাটে।

সুখ ভুলে যাই আলোয় ভেসে,
দুঃখ থাকে হৃদয়ের গভীরে।
যতবার দেখি সেই দাগ,
ততবার ফিরে আসে স্মৃতি।

সুখের কোনো রঙ নেই,
কেবল অনুভবের কণ্ঠস্বর।
দুঃখের রঙ কালো,
জীবনের কাগজে চিরস্থায়ী চিহ্ন।
-
১৭-০৮-২০২৩ খ্রিঃ