সবকিছু চুপচাপ
নেই বৃষ্টির টুপটাপ
শুধু জৈষ্ঠ্যের  পোড়া জলসায় এ হৃদয়,
তুমি নেই খুব কাছে
তবু অহেতুকে বেঁচে আছে
অনাহুত  কোনো মহাপ্রলয়ের ভয় ।

তুমি নেই, নেই তুমি
তাই ধুলো ঝড়ে বাঁচি আমি
পুষি বালুকার ভারে অযাচিত  নিশ্বাস  
তুমি দূরে, দূরে তুমি
তাই সব ধুধু মরুভূমি
মন শোনে পুরু আঁধারের ফিসফাস ।

ছটফটে রাত  কাটে
আকাশের বুক ফাটে
গুমোট মেঘের  আড়ালে হাসে চাঁদ
তুমি নেই আর পাশে
তবু ইচ্ছেরা ভালোবাসে
অমোঘ প্রেমের বিষাদ ভরা স্বাদ ।

বেদনারা নির্বাক
অনুরাগে বেঁচে থাক
রুদ্ধ মনের বৃষ্টি বেহাগ তান
তুমি আজ বহুদূরে
তবু অনুভূতি সুরে সুরে
গাইছে প্রেমের অনলে পোড়া গান ।

ফারাহ জেহির