শরৎ তোমার নীল আকাশে সাদা মেঘের ভেলা
টগর আমার গাঁথলো বুঝি শিউলী ফুলের মালা
হিমেল বাতাস টলমলে রোদ শান্ত স্নিগ্ধ কায়া
তোমার রূপে টগর হাসে ভুলে বিয়োগ মায়া।
পুকুর কোলে শাপলা দোলে ঘাস শিশিরে ভেজা
দৌড়ে টগর কদম ফেলে আঁকা- বাঁকা- সোজা
দুধেল সাদা কাশের দোলা উদাস বকুল ঘ্রান
খোঁপায় জবা রেশমি আঁচল জোৎস্না জুড়ায় প্রাণ।
নাগরদোলা শাঁখের চূড়া উঠান বোঝাই ধানের মেলা
বাউল গানে মধুর টানে হেমন্তিকার সুরের খেলা
চপল ডাগর কাজল চোখে দৃষ্টি রাখে পথের বাঁকে
ঘুম না আসা হিমের রাতে একলা টগর জেগে থাকে।
আমিও প্রহর গুনে থাকি নীহার কষ্ট লুকায় আঁখি
নকশী কাঁথার প্রেম বুননে তব ছোঁয়া জড়িয়ে রাখি
আর সহে না হৃদয় জ্বালা আবিরে সাজাও বরণডালা
রেখো তোমার দুয়ার খোলা মিলন সুখে তনুতে দোলা।
গাইবে কোকিল কুঞ্জ বনে তুমি আমি সঙ্গোপনে
রইবে নাকো বিরহ ব্যথা পলাশ রাঙা এ ফাল্গুনে
তোমার বুকে রাখবো মাথা মিষ্ট মধুর মাধবীলতা
দেখবো তোমায় দু চোখ ভরে ওগো আমার বাসন্তিকা।