শুকনো আকাশ গুমড়ানো শ্বাস
ব্যস্ত শহর ঝলমলে রাত,
নিত্য সাজে সাজছে এ মন
কোথায় যেন নিরাক বেদন,
শেওলা ফাঁকে কান্না ভাসে
আঁচল উড়ে  স্তব্ধ সাঁঝে,
মাখবো হাঁসি দু চোখেতে
শূন্য হৃদয় আড়াল করে।  


ভার লাগে এই কটিবসন
আলতো হাতে সরিয়ে বাঁধন,
দৃষ্টি তোমার আয়না আমার
সাজাও তারে তোমার তরে,
বিবেক যে আজ হাল ছাড়বে
চারদেয়ালে লাজ হারাবে,
নভাক মনে আলোর খোঁজে
সত্যরা সব মিথ্যা লাগে।



ইমারত ছোয়া ইচ্ছা গুলো
মেলছে পাখা উড়ু উড়ু,
সময় তো কভু হয়নি আপন
আমাদের খেলাঘরে?
সুখ খুঁজেছি ঘন কুয়াশায়
দুয়ার পিছনে ফেলে,
কে ভেবেছে ফিরতে হবে
পুরানো তাসের ঘরে?

সংযুক্ত আরাব আমিরাত
১০/০১/২১