শ্রাবণ  বলে অভিমানে সাজিয়ে দিলেম মন
কৃষ্ণ মেঘে সঞ্চিত রোষ শ্রাবনেরই বর্ষণ,
ঝড়ের শেষে বিবর্ণ সুখ গাঁথল অযুত কথা
ঝুম বৃষ্টি মুছতে না পারে শ্রাবণ ধারার ব্যথা।


আমার কাছে ছিলই কবে কদম কেতকী কেয়া
বাদল দিনে উদাস মনে ভাসিয়ে সুরভী খেয়া,
ভোরের ঊষায় আবছায়া মেঘে বৃষ্টির আগমন
চঞ্চল মন ভুলেই ছিল….নিবিড় গুঞ্জরন।  


এই বর্ষণ ভেঙেছিল লাজ এলোমেলো খোঁপার ফুল  
বৃষ্টি ভেজা দুপুরবেলা হারিয়ে কানের দুল,
নবধারা-জল আছড়ে পড়ে অধরে অধর মিলে
নীল শিফনের আঁচল নিয়ে আব্রু ঢেকে দিলে।


দেন-পাওনা স্রোতে ভেসে গেলো, রইলো না কিছু বাকি
তবুও আজও কেনো  ঝরে পড়া বৃষ্টির…..গহনে ডুবে থাকি,
মেঘমল্লার সুর বাঁধে মন বেহাগ বিরহী ধ্বনিতে
নিষাদ কালো রাত বয়ে যায় তোমার আশার চকিতে।  


বেআব্রু হৃদয় তুলে দিলেম নিবৃত্ত মনের আধারে
শ্রাবণী গানে ডুব দিলে মন পাবে আমায় দোহারে,
অভিমানের একটা খাতা কাব্য লিখে ভাসায় পাতা
এই বরষা মুছবেনা আর…. যুগল মনের ব্যথা।



সংযুক্ত আরব আমিরাত
৩০/১/২০২৩