আচ্ছা কল্লোলিনী,
সবাই আমায় পাগল কেন বলে.....
অপরাহ্নের শেষ বেলাতে
ঢেউয়ের বুকে কোন ঝিলিকের খোঁজ,
বইছে আঁখি জলপ্রপাতে
প্রশ্ন জালে বিঁধছে হৃদয় রোজ।
ভুলের মাশুল দিতে দিতে
রাগ বীতরাগ কবেই পাখা মেলে,
ঢলবে আঁধার কে জানে কোন প্রাতেঃ
দুখের নাওএ দুলছি আমি জলকল্লোলে ।
কি ছিলো সেই যোগ...
ভালোবাসা উজাড় করে সুখের নির্বাসন
আনন্দকে নিজের হাতে নষ্ট করা রোগ
কাব্য ডুবে অথৈ জলে, হাসছে মন-কথন।
নির্ঝরিণীর দর্পনে সুখ দেখে
তনুতে ছিলো নগ্ন ক্ষুধা কাম বাসনা মনে,
স্রোতের কোলে দুলছে কায়া চলছে এঁকেবেঁকে
বাসনা ভরা বাহু খোলা শুধুই তোমার সনে।
প্রেমেই ভাসি প্রেমেই ডুবি
তোমায় শুধাই মোহনা মিলন পথ,
হলাম না হয় একটা পাগল কবি
কল্লোলিনী...
তুমি কি হবে সেই সংযোগ রথ?
-সংযুক্ত আরব আমিরাত
২১/১১/২০২৩