হৃদয় গভীরে লুকিয়ে থাকা বেদনায় তোলা সুর,
প্রেম রাগিনীর বিষাদ বিলাপ তবুও সে সুমধুর,
ভালোবাসা বাঁধা ঐকতানে না বলা অনেক কথা,
ভুল ভরা বোধে খেয়ালী আলাপ মনে শুধু দেয় ব্যথা।
ঝুম বৃষ্টির একটানা সুর নীরব মনের খোরাক,
বৃষ্টিস্নাত শ্যামল বনে জ্বলছে না আর জোনাক,
রাতের আঁধারে অদেখা কান্না মুছবে না কেউ আর,
মেঘ ও মনের রুদ্র প্রলয়ে হৃদয় যে চুরমার।
শেকল ভাঙার উল্লাসে মন ক্ষণিক নেশায় চুর,
বন্দী সে আজ নিজ গভীরে পরিতোষ বহুদূর,
মুক্ত এ মন উড়তে বারণ কোন সে অভিশাপে ,
দুখের পাথারে ডুব দিলে কি পূণ্য হবে পাপে?
তবুও প্রেমের আলিঙ্গনে খুঁজেছি চেনা সুর,
বেদনা গাইলো দুঃখের গান সুখকে করে দূর,
যদিও ব্যথার মিষ্টি সুরে মেশানো দীর্ঘশ্বাস,
রুদ্রবীণার সেই সুরে হোক আমারই সর্বনাশ।
- সংযুক্ত আরব আমিরাত
- ২৩/০৬/২০২৪