তুমি বীর তুমি শ্রেষ্ঠ,
তুমি রক্ত ঝরানো দুর্বার,
তুমি নয় আজ আর ক্লিষ্ট।
তুমি জয় করেছো পৃথিবী,
তুমি জয় করেছো যুদ্ধ,
তুমি দুহাত তুলে বুক চিতিয়ে,
হয়েছো গুলি বিদ্ধ।
তোমার নামে শহীদের গর্ব
তোমার সাফল্য কে করে খর্ব?
তোমার অনুশীলন বদলাবে ভাগ্য,
তোমার চলে যাওয়া......
রুখে দেবে রাক্ষসী যজ্ঞ।
তোমার নামে বেঁধেছি অঙ্গীকার,
দেশকে এনে দেবো ন্যায্য অধিকার।
তুমি তেষ্টা মিটালে মুগ্ধ,
তাই প্রশাসন হলো ক্ষুদ্ধ,
তোমার রক্তে রাঙালো রাজপথ,
মা বুকে চাপা দিলো ইস্পাত।
হাজার তৃষিত মনের অনলে,
আশার প্রদীপ শিখা জ্বালালে,
ইতিহাস তা হতে দেবেনা ম্লান।
তোমার মায়া ভরা মাসুম আদলে,
ছুড়লো বুলেট ফুলের বদলে ,
মা নিরুপায়..... বাবা দেখে স্তব্ধ,
কানে বাজে শুধু কিচিরমিচির শব্দ।
হয়তো বা কোনোদিন জানবে,
যদি সুযোগ মেলে দেখাবে ,
তোমার রক্তে লেখা স্বাধীন দেশের....
নাম।
তোমাদের রক্ত যাবেনা বৃথা,
এই শপথে দেশ... লুকায়ে ব্যথা,
আন্দোলন ডাকে সাড়া দিয়ে
জনসমুদ্র স্রোতে গা ভাসিয়ে..... বলে,
'শহীদ মৃত্যু, গায়েবী জানাজা,
বিনা কারণে আর নয় সাজা,
তোমার আমার একটাই দাবী,
বাংলাদেশ নয় কারো ঘরের চাবি,
রাষ্ট্রের অধিকার ফিরিয়ে দাও,
রক্তের রাজনীতির অবসান নাও।"
- সংযুক্ত আরব আমিরাত
-৩৪/৭/২০২৪