রোদের কাছে বৃষ্টি চাওয়া আতপ মনের আশা
শ্রাবণ হাসে মুখ লুকিয়ে....অযুত ভালোবাসা,
তোমার আমার চাওয়া গুলো ঘুরছে ফিরে একা
যোগ-বিয়োগে মিল হয়নি গুণ-ভাগে বেশি-ফাঁকা।  


রাগ-বিরাগে মগ্ন হয়ে, দেখছিনা কেউ লিখছি মনে
শব্দ কাঁপে উষ্মা জ্বরে হোশ  হারিয়ে তপোবনে,
কোন সাধনায় জপছি মালা, কোন সে সিদ্ধি লাভে
কোন অনুরাগ হৃদয় ভরে ... উষ্ণ অনুতাপে।


খেলছি নরম বালুচরে, নেই কভু ভয় ডুববো বলে
সাগর জলে মন ভিজিয়ে খুঁজছি বালু পায়ের তলে,
প্রতিজ্ঞার এই অপেক্ষাতে ভাঙছি প্রাতে গড়ছি সাঁঝে
স্বপ্ন আঁকি কৃষ্ণ রাতে... ঘুম শুয়ে রয় গল্প মাঝে।


এমনই অনেক  সন্ধ্যা কাটে, নীরব আঁখি আবেদনে  
কে পরে আর কে প্রথমে ...চলবে  কথা অনুক্ষণে,
কাব্যপ্রেমে মাতোয়ারা গাইছে এ মন  বাদলধারায়  
রোদের কাছে বৃষ্টি চাওয়া,মিলবে কি আর শ্রাবণ সাড়ায়...


-সংযুক্ত আরব আমিরাত