সুখের গল্পে ঘুন ধরেছে, দুঃখ নির্বাসনে
মন-কলসে উপচে পড়া প্রশ্ন বিঁধে মনে,
আমি কি আর প্রতিজ্ঞাতে ছিলেম কভু বাঁধা
তুমিও কি আর সংসর্গে আটক ছিলে আধা?


পথের বাঁকে প্রতীক্ষাতে, সন্ধ্যে এসে বলে,
জীবন তো নয়  তুচ্ছ যেথায়, তব সঙ্গ মিলে?
এমনই অনেক প্রশ্ন নিয়ে চলছি  দিবানিশি,
উত্তর যার রয়েছে খোলা…মন তবু অবিশ্বাসী।


হয়তো দূরের কোলাহলে শুনি আজও চেনা সুর,
হারিয়ে গেছি বহুবার মোরা হয়েই প্রেমে বিমূঢ়।
কিন্তু তবুও বাঁধা পড়ে মন অবাধ প্রশ্ন ঝড়ে—
আমরা কি কভু মুক্তির স্বাদে হবো একাত্ম নীরে?


তোমায় চিঠি লিখবো বলে আটকে রাখা কলম,
জানা নেই তার শেষটা কোথায়,অসিদ্ধ প্রেমের মরম।
তুমি কি আজও মনে রেখেছো প্রশ্ন জোড়ানো কথা—
যার আড়ালে  লুকিয়ে ছিলো হৃদয়ে জমা ব্যথা।


গল্পটা আর হয়নি লেখা নিজের মতো করে ,
বন্দি সে তো রয়েই গেলো আঁধার কলস ঘরে ।
প্রশ্ন গুলো ভাসছে আজও  উতল মনের জলে ,
উত্তরও তার  হয়তো লুকানো গভীর বোধ তলে।


-সংযুক্ত আরব আমিরাত