তোমায় আমি রেখেছি মনে
ঝুম বৃষ্টির কলতানে
শিউরে ওঠা লোমে
লজ্জাবতী পাতার গায়ে
মোলায়েম আবরণে,
জানালা থেকে দু চোখ দেখে
ভেজা মাটির গন্ধ মাখে
আশ্বিনেতে ঝরে পড়া
শিউলিবনের বুকে
খোঁপায় মালা জড়িয়ে রবে
স্নাত তনুর বেশে।
তোমায় আমি রেখেছি মনে
খ্যাপা মেঘের মত
নীল আকাশে গুমরে পড়া
কান্নাধারা যত,
কেতকী- কামিনী সুগন্ধে
প্রাণ হারিয়েছি যতবার
তার আড়ালে লুকিয়ে ছিল
হরিষে বিষাদ ভার,
সুবাস আমি আগলে রেখেছি
যতটুকু ছিল তার
আলিঙ্গনে খুন হয়েছি
শতরূপে শতবার।
তোমায় আমি রেখেছি মনে
অরুণকিরণ ফাকে
সাগর পারে বয়ে আনা
মধুর হাওয়ার টানে ,
তোমার ডাকে দিয়ে সারা
গোপনে সেই চরণ ফেলা
নিশীথ ঘন অন্ধকারে
অনিমিখে তোমায় দেখি,
সময় রাখি স্তব্ধ করে
তোমায় আমায় নিবিড় ডোরে
মিলন যোগে বাধি।
-ফারাহ জেহির
সংযুক্ত আরব আমিরাত