আর বোলো না, অনেক হলো
এবার আমার গল্প শোনো...
দূর নগরে থাকি আমি … আমার পরিচয়?
এখন আমি যা-ই বা বলি সত্য কি তাই হয়?
নজর কাড়া অলকানন্দা বেড়ে ওঠে ডালে ডালে,
স্বপ্নভরা অসিত লোচন টোল হাসি যার গালে।
মনোহারিনী রুপ আদলে অদেখা যতো ভয়,
মেঘের রঙেই রইলো চাপা আমার পরিচয় ।
স্বপ্নগুলো মেললো ডানা এড়িয়ে প্রবল ঝড়,
তাল ও লয়ের মিলন বরে পেলাম যে সাজঘর।
দমলো না মন নিন্দা স্রোতে দাবিয়ে রাখার তরে,
নর্তকী নাম জুটলো যে তাই অপবাদের জ্বরে।
পরিতোষ ভরা হৃদয় যখন আঁধারে পড়লো ঢলে,
ভালোবাসা সব ডুবলো একাই গভীর কামুক জলে।
ছিলেম আমি সবার মাঝেই লুকিয়ে মনের কথা,
কোন সে শাপে চলেছে বয়ে অন্তর সহা ব্যথা!
রাংতা মোড়া জীবন আমার কেউ চেনে না তাকে,
গুমোট মেঘেই ভাসছি, এ মন বৃষ্টি আশায় থাকে।
আমার আকাশ নীরবে কাঁদে সুখের খোঁজে রোজ,
এক জীবনে তাকে পাওয়া কি এতোই অসহজ?
পূব আকাশে ছড়িয়ে পড়া অপরূপ লালিমায় ,
সূর্য আমার লুকিয়ে ছিলো স্বপ্নিল অজানায়।
পাপ পূণ্যের হিসেব ভুলে বাড়িয়ে ছিলেম হাত,
আমার আঁধার আকাশে আসবে একটি নতুন প্রাত।
কোন গ্রহণে ভাঙলো এ মন প্রখর রৌদ্র তাপে,
নিঃশ্বাস তার আটকে পড়া নামের অভিশাপে।
ভুলের ঘরেই বসত আমার...তবু ভুলগুলো নয় প্রিয়,
কোন পরিচয় লাগবে ভালো তুমিই বলে দিয়ো।
-সংযুক্ত আরব আমিরাত