ও পরান... তোর ঘরে মোর আটকে পরা মন
  আঁধারে রাখিয়া খুঁজি তারে দিবানিশি ক্ষণ
  শুকনা লম্প কেমনে জ্বালাই পিরিতের অনল
  চন্দ্রের আলো লুকায় মেঘে তোর রুপেতে বিহ্বল।                    
      
  তোর ঘরে মোর আটকে পরা মন...

  নদীর পানি বইয়া চলে নিজের আঁকা পথে
  মন মাঝি তার বৈঠা বাওয়ে নিত্য অনুভবে
  পাথর চোখের কান্না মিলে অদেখা কোন সায়রে
  হৃদয় জ্বালার তেষ্টা বিষাদ লাগে এখন নিমকে।

   তোর ঘরে মোর আটকের পরা মন...

   ফাল্গুনেতে ছাইরা গেলি দেখলিনা রং যৌবনে
   বিচ্ছেদে মন সাজলো আমার পলাশ রাঙা বসন্তে
   সুখ বালিশে মাথা রাইখা অসাড় দেহ পালংকে
   ঊষার প্রহর আশায় থাকি পরান রে তোর বিহনে।

   তোর ঘরে মোর আটকে পরা মন...

  
   সংযুক্ত আরব আমিরাত
   ৭/৯/২০২২