সময় যদি থমকে যেত
তোমার আমার গল্প যত
মেলতো সুখের ডানা,
উপন্যাসের পাতায় তোমার
রইত হাতের ছোঁয়া।

এলোমেলো ভাবনা গুলো
হৃদয় মাঝে জমায় ধুলো,
বাতারন আজ কড়া তুলেছে
পবন হল পর,
দুয়ার যদি খোল তবে
উঠবে ধুলোর ঝড়।

বাদল ছটা ছুঁয়ার নেশায়
অপেক্ষাতে প্রেয়সী হৃদয়,
মাটি ভেজা গন্ধ মেখে
দিশেহারা হয়।
বেলি ফুলের ছেড়া মালা
শ্রান্ত খোঁপার বাঁধন ফাঁকে
মুখ লুকিয়ে রয়।

আজ লিখে দাও নতুন করে
একটা প্রেমের গল্প জুরে-
তুমি আমি আজও আছি
দূরত্ব পার করে,
বেদনা-বিধুর মিলন হবে
একান্ত সঙ্গোপনে।

সংজুক্ত আরব আমিরাত
৯/৬/২০২১