অভিসার
স্বপ্ন যেথায় দেয়নি সাড়া
চৌকাঠে মোর দৃষ্টি কাড়া,
মুখের কথা ফুরিয়ে গেছে
নীরবতার ঘর বেঁধেছে,
তোমার কদম পড়লো বলে
স্তব্ধতা ঘুম ভেঙে আড়ালে।
আমার শূন্য হৃদয় ঘরে
ঈশ্বর ছিল অগোচরে,
কেউ দেখেনি রূপের ধারা
পূঁজেছি আমি এক চেহারা,
বাউন্ডুলে মন মেঘে ভাসে
ঠাঁই পেলো আজ তব আকাশে।
আত্মা আমার তোমার কায়ায়
দেখবে তোমায় আমার ছায়ায়,
যদি বলো আমি হবো বৈরাগী
যদি বোলো আমি তোমারই,
আমার রাগের রাগিনী তুমি
আমি বিভাবরী তুমি চাঁদনী।
চোখের তারায় গড়বো নিবাস
ইচ্ছে তোমার... নয় পরিহাস,
ভরিয়ে দেবো বিশ্বাস মনে
শ্বাস নেবে তুমি আমার নামে,
কদম তুমি সামলে রেখো
মহার্ঘ প্রেমের স্বপ্ন দেখো।
কাঁটার পথে হাঁটছি প্রকাশে
সরিয়ে পায়ের ব্যথা সহাসে,
নেই ভয় নেই লাজ তো মনে
রয়েছ তুমি সঙ্গোপনে,
তোমার আমার মিলন তরে
চলছে এ মন অভিসারে।
-সংযুক্ত আরব আমিরাত
-৭/৫/২০২৪