অনাদর
আকাশের সব রঙে হোক বর্ণিল বিষাদের সাজ,
যদি তুমি চাও … আমি হবো সেই বিরহিণী,
শুভ হোক এই বেদনার্ত বিস্ময়ের লাজ …
আমি তো মেঘের পুঁজিতে তোমার অবহেলা রোজ কিনি।
এক মহাকাশ জুড়ে অযুত নক্ষত্রবীথি,
ঘুমিয়ে থাকে আমার যাতনা লুকিয়ে চাদরে …
কালহীন শূন্যতা … নেই লগ্ন নেই তিথি,
অধরা অভিমান শুধু জেগে রয় অনাদরে।
চাঁদের আলো বাসর সাজায় … একলা পূজারিণী,
জেনো তুমি গোপন আমার তপ্ত দীর্ঘশ্বাস …
বেদনার আঁখি হয়ে পরবাসী সুর তোলে জাগরণী,
উজার করে সব রেখেছি অনাদৃত সহবাস।
তোমার আকাশে রংধনু আমি … ভুলে থাকি বিষাদের স্বাদ,
অনুরাগে অভিযোগ, নয়তো সে অনুযোগ …
অবহেলা সয়ে নেয় ভেঙে সব বাঁধ,
বিরহিণী তব প্রিয় … মম প্রেম রোগ।
সংযুক্ত আরব আমিরাত
০৯/০২/২০২৩