দিল খেপাটে নেশার টানে
উড়ে বেড়ায় নীল গগনে,
তিমির নিশীথ লাগে ভালো
রঙিন দেখায় তারার আলো,
নবীন-প্রবীণ সবার মাঝে
আনন্দময় সময় কাটে।
মনুজ ভেবে ফানুস ধরি
পরক্ষনেই লুটিয়ে পড়ি,
রূপক জুড়ে খেমটা তালে
শরীর যেন হাওয়ায় দোলে,
নিবিড় নিশি মায়া জালে
পর কে খুবই আপন লাগে।
মিঠাকড়া তিতা পানি
বাঁকা চোখের কু চাহনি,
মধুর কথায় কাছে আসা
খানিকক্ষণের ভালোবাসা,
বিধিবদ্ধ কানুন ভুলে
পরিতোষে গা এলিয়ে।
সারাদিনের ক্লান্তি মুছে
তনু আমার জেগে উঠে,
নির্ঝরিনী ঢেউয়ের সাথে
কলুষ দেখি শ্রেয় সাজে,
ঠিক-বেঠিকের মালা পড়ে
যায়নি বুঝি ঠাকুর ঘরে?
নই সে আমি মহামানব
বেহাত করে সুবর্ণ-সুযোগ,
সমাজ তুমি বলার আগে
নিজ আলয়ে দেখো ঝেঁকে,
শিকলে বাঁধা পুন্য খোঁজে
পাপ যেন মুখ লুকিয়ে রাখে।
একটু-আধটু নেশার মাঝে
হারিয়ে গেলে...কার কিবা আসে ?
সংযুক্ত আরব আমিরাত
০৪/০১/২২