কোথায় তুমি নেই বলতে পারো প্রিয়…..

স্বর্ণ যুগের পরের পাতায় লিখতে তোমায় দেই,
যেই লেখনীর প্রতি অক্ষরে নিঃস্বাস আমি নেই।
সাজ-মেজেরই সামনে যখন বসবো বেলা শেষে,
আরশিতে তুমি দেখবে আমায় মুচকি একটু হেসে।
চমক করা খেয়াল তোমার আজ যে নিরুপায়,
সুর্মা অসিত দৃষ্টিতে মোর হারিয়ে গেছে প্রায়।

আজ কায়নাত  দুলছে যেন পাগল হাওয়ার মাঝে,
শুক্লপক্ষের চন্দ্রমা তাই  প্রেমের বাসে সাজে।
মন মিলনের বাঁধন আমি খুলে দিলেম তাই,
এই তিথিকে রাঙিয়ে দিয়ো প্রেমের কবিতায়।
শুধাংশু হয়ে সদাই এসো আমার শূন্যলোকে
ঋক্ষ দলের ভিড়ের মাঝে পাবেই আমায় খুঁজে।

আবেগ আমার শব্দ তোমার নিত্য লিখে যায়,
আরেকটাদিন ভালোবাসার সুযোগ খুঁজে পায়।
আমার হিয়ার কল্পনাতে পূর্ণিমা রোজ আসে ,
তোমায় রাখি আড়াল করে অমেয় কাব্য মাঝে।
গোপন তুমি প্রিয় সখা মোর মনোলোকে করো বাস ,
যার লেখনীর প্রতি অক্ষরে বয়ে মোর নিঃশ্বাস।