জীবন ক্রমশ ই নিত্য নতুন দিনের আমন্ত্রণ দিয়ে যায়;
নতুন সম্পর্ক, নতুন মুহূর্ত ও নতুন চেহারার।
কোনটা মনে রাখব কোনটা ভুলে যাব,
কাকে আপন ভাববো? কার সাথে সৌজন্য তা দেখাবো?
তা নিয়ে মস্তিষ্ক আজকাল অনেক বিড়ম্বনায় দেয়।
মস্তিষ্কের স্মৃতির পাতার পরিব্যাপ্ত তা এতই... যে
মুছে ফেলা ছাড়া তার আর কোন উপায় নাই।
কিন্তু কী বা কাকে মনে রাখতে চাই ?
কাউকে একটু বেশি, একটু কম
আবার কাউকে সারা জীবনভর.....
স্পেশ্যাল কোনো ড্রাইভে যদি তা স্টোর করা যেত?
তাহলে তো আর কথাই ছিলনা।
প্রিয় মনোহর চেহারা গুলো সময়ের সাথে সাথে কেমন
যেন এক কদাকার রূপ ধারন করে,
আবার অজানা কারো পদচারনা জীবনের মানেই
বদলে দেয়...
তখন মনে হয় এই অমেয় মুহূর্ত টাকে যদি
স্মৃতির পাতায় না লিখে, মানস লোকে ধারণ করা যেত?
প্রয়োজন অবনীধর উঁচু হতে হতে
জীবনের সব কামনা কেই তুচ্ছ করে ফেলেছে।
কিন্তু এই প্রয়োজন যখন অভ্যাসে পরিণত হয়,
তখন নিঃশ্বাস ক্রমশ ই রুদ্ধ হয়ে আসতে থাকে।
ছোট ছোট মুহূর্ত গুলো তখন স্মৃতির ভিড়ে হারিয়ে যায়,
আর ক্লান্তির এই আবর্ত চলতে থাকে তার আপন নিয়মে।
এই চক্র থেকে বেরিয়ে আশা একান্তই নরের এষণা।
কিন্তু, সত্যি বলতে কি... উর্ণনাভ ভালোবাসার বাঁধন থেকে
কি আর ছাড়া পাওয়া যায় ?
এরই মাঝে লুকিয়ে আছে জীবনের প্রকৃত মুহূর্ত।
সংজুক্ত আরব আমিরাত
১৩/০৭/২১