অভিলাষী মন বিরহী এখন হিমঝুরি মধু রাতে,
হিমসমীরণ শিহরণ তোলে সোনালী আলোয় প্রাতে,
শিশির জমা অশ্রু মুছে সফেদ কামিনী সাজে,
হৃদয় আমার আটক আজি হেমন্তিকার মাঝে।
তব আঙ্গন বিবর্ণ তাই শীত চাদরে ঢাকা ,
কুয়াশা আড়াল দৃষ্টি না পায় মিঠেল রোদের দেখা,
মল্লিকারা কোন কাননে হিমেল হাওয়ায় দোলে,
তোমার চোখের তারায় স্বপন আড়ষ্টতা খোলে।
কোকিল ডাকে কুহুতানে শিমুল-পারুল বনে,
পুঞ্জিত প্রেম মধুর মিলন মৌমাছি গুঞ্জনে,
খোঁপায় গোঁজা কনকচাঁপা হাতে রেশমী চুড়ি,
আমার কায়ায় জড়ানো তোমার বাসন্তিকা শাড়ি।
তপনতাপে উষ্মা বরে ঝলসে পড়া মন,
তব আকাশ নিবাত মেঘের তান্ডব আনয়ন,
নাগেশ্বরের রুদ্র রূপে সেজেছে কৃষ্ণচূড়া,
এই গ্রীষ্ম খুলবে কি আর প্রেমের ঘরের কড়া ?
আমার আকাশ বাঁধ ভেঙেছে আকুল ধারার মাঝে,
কোন সে সুরে মন কাঁদে তার পরানে মৃদঙ্গ বাজে,
বাদল মেঘে শ্রাবণ গগন রুদ্র নাচের তালে,
তব আগমনী বার্তা ছড়ায়… কদম-যুথীকা ডালে।
শরৎ-রবির কনক আলো ভরা বুকে ছড়িয়ে দিলো,
ভাসছি মোরা মিলন সুখে…বাতুল মনে বাসছি ভালো,
শিউলি খসে কাননতলে পুবের হাওয়া কাশের দোলে,
নিশীথ জাগে পূর্ণিমাতে তোমার আমার সকল ভুলে।
-সংযুক্ত আরব আমিরাত