অসময়ে অপেক্ষা, আর সময়ে উপেক্ষা,
যত ভালোবাসা,যত আশা অনুভূতিসিদ্ধ।
নিয়মে সাধিত স্বপ্ন আর বাঁধাহীন অন্বেষণ,
অদৃশ্য দ্বন্দ্ব ও প্রশ্নবিদ্ধ।


আশা হয়  উন্মুক্ত সময়ের আবেদনে,
অলিখিত  বেড়া থেকে যায় গোপনে।
আত্মার কণ্ঠ শুনা  যায় অসীম পথে,
কিন্তু পদক্ষেপ ভয় পায় অনবহিতে।


কখনো মনে হয়, কখনো না বুঝা যায় ,
প্রতিটি ছায়া আলোর পেছনে লুকানো।
প্রশ্নরা  থেমে থাকে জটলাগা ভাবনায় ,
জীবনের উদ্দেশ্য সঠিক না  ভুলে জড়ানো।


যখন  চিন্তারা  ম্লান হৃদয় নেয় অবসান,
উত্তরগুলো আটকে পড়ে নিথর সময়ের ঢাল।
প্রত্যাশার সীমানায় নেই জয় ও পরাজয় ,
অপেক্ষা রয়ে গেলো সময়ের চাল মাত।




সংযুক্ত আরব আমিরাত

৮/০১/২০২৫