কি দেখছো, আমায়; ......

কাজল কালো নয়নতলে মনোহারিণী ছায়ায়,
জলকল্লোল অবিরাম খেলে আমার অশান্ত কায়ায়।
কর্দম কচুরী ময়লা আবিল মিশে থাকে মোর বুকে
তারই মাঝে ডুব দেয় ডুবুরি নীল কুমুদের খোঁজে।


তৃষিত পথিক দুহাতে তুলে আমায় ওষ্ঠে ছোঁয়ায়,
তাতে কি আর আমার গভীরে তেষ্টা কভু মিটায়।
তটে তীরে পা ভেজাবে জানি শীতল হওয়ার নেশায়,
মোহনা মিলবে সুখ মিলনে আমি প্রবাহিনী সেথায়।


আমার তনুর স্পর্শে  তুমি  করবে সুখের স্নান,
তবুও তোমার বাসনা মিটেনা সরিৎ যে বহম।
আলিঙ্গনে জড়াবে আমায় নিরেট বাহুডোরে,
তটিনী মোহে হারাবে তুমি গোপন রহস্য গভীরে।


আসবে তুফান ঢেউ প্লাবনের মাতম হাহাকার,
উঠবে নেচে কাম সাধনা ব্যাকুল কলেবর।
অথৈ জলে ডুব দিয়ো সখা আগলে নেবে মহোর্মি,
ভরপুর আর তৃপ্ত হবে সেই দিন  তরঙ্গিণী।