তোমার আকাশ তামসিক বলে
মন খারাপের দিন,
একটুকু রোদ হইনা আমি
ক্লেশ করে বিলীন।
আমার উঠোন শূন্য তবু
তপ্ত বালুতে ঘেরা,
উষ্ণ হৃদয় সিক্ত আবেগ
ভালবাসায় ভরা।
আজ নিশীথে জাগবে নয়ন
চন্দ্রমা নূর হয়ে,
রাখবো তোমায় সাধিকার কোলে
ক্লান্তিকে দূর করে।
বাতায়ন খুলে দাঁড়িয়ে আমি
প্রহর গোনার ছলে,
খোলা কুন্তল রাখি পাহারায়
তোমার কান্তি ঘিরে।
সময় এখন একলা ঘরে
আত্ম- খোঁজের তরে,
শৈল ছুঁয়া অভিমানে
আপনকে পর করে।
একলা হওয়ার আক্ষেপ নিয়ে
বেঁচে থাকাই ধোঁকা,
নিঃশ্বাস চেপে শ্বাস নিতে কি
পেরেছিলে তুমি একা?
সব ভুলে যে আজ ও আমি
সেই আমিতেই আছি
আসল নকল যাই বলো তবু
তোমারই হয়ে থাকি।