মিষ্টি তোমার চোখের হাসি ঘন তমসায় বেঁধে রাখি
রোদেলা এক দুপুরবেলা একটুকু ধার দেই;
জ্বলবে এ মন এমনি হেথায়
দাওনি সারা আর যে আমায়
হাসির ছলে কতল করে
পাষাণ না হয় হই।

মধুর তোমার কাব্য কথন অভিমানে স্তব্ধ এখন
বৃষ্টিমুখর সাঁঝবেলাতে বলতে সুযোগ দেই;        
ভিজবে হৃদয় দুখ বালুকায়                      
চকিতে যেথায় কান্না শুকায়
মলিন আনন বলবে কি আর
নিষ্ঠুরতাই সই।

উষ্ণ তোমার হাতের ছোঁয়া বুকের মাঝে দেয় যে দোলা
আলিঙ্গনের আবেশ যদি ভুলতে তোমায় কই;
হিয়ার মাঝার পড়বে ভেঙে
বাতুল হাওয়া উড়বে বেগে
খুলবে বাঁধন আলতো হাতে
রুক্ষ নামে রই।
  
ভাবনাগুলো এলোমেলো
নীরদ কোলে গা ভাসালো  
ভিন্ন মোরা ছিলেম না কেউ
ডোকরা মনের সাথী;
হয়ত ছবি তাই আঁকতাম
তোমার রঙে রঙ মিলাতাম
মিষ্টি হেসে কাব্য কথায়
তারে, উষ্ণ ছোঁয়ায় রাখি।


সংযুক্ত আরব আমিরাত
১২/৯/২০২২