হৃদয়ে অনিল সুর তুলেছে যে সুরা সুর,
আবীরের ছোঁয়া মনে ছাপ রেখে যাক,
ভাবনারা পাড়ি দেয় কুঞ্জ তমালিকায়,
গগনে পবনে দোলে মধু বৈশাখ।


তান্ডব হাওয়া এসে বলে কানে কানে,
বেপরোয়া আঁচলকে পিছু টেনে ধরে,
মুখোমুখি বসি দোঁহে ছেড়ে সব লাজ,
আজি কৃষ্ণচূড়া মিলে জারুলের তরে।


পল্লবে পল্লবে বাজিছে যে ডামাডোল,
প্রলয় তুলেছে তাল তনু কাঁপে থরথর,
কপোলে কপোল রাখি আহ্লাদে মাতামাতি,
মিলনের সুখ লাগি বড় মনোহর।


অধরে অধর চেপে তাপদাহ নাও শুষে,
ফল্গু বাতাসে মুছে ক্লান্তির ঘাম,
দুহাতে সরিয়ে চুল চুমে রেখো মশগুল,
আঁখিপল্লব মেলে শুনি প্রিয় নাম।


মাতাল তরণী দুলে প্রবল ঢেউয়ের তালে,
ভারী নিঃশ্বাস বুকে বজ্রনিনাদ,
ছিঁড়ে ফেলো বেল ফুল নগ্ন পায়ের নূপুর,
বৈশাখী রুপে নিও প্রণয়ের স্বাদ।


অনাবৃত কায়া ঢাকে হরষিত বসুধা,
মেঘ বাজখাঁই ধুনে নব সোম ঘেরা,
মধুক্ষণে দিয়ে দোল তব এই আগমণ,
দুয়ার খুলেছি আজি নেই তোলা কড়া।


সংযুক্ত আরব আমিরাত

২৫/০৩/২০২৩