কবি হৃদয় কাঁদে......

আজ প্রকৃতি নিশ্চুপ খুব
ঘন নক্ত মাঝে,
তোমার লেখা কাব্যগুলো
নতুন রূপে সাজে।
কবিতাগুলো অনেকই চেনা
বন্দী মুঠোফোনে,
তবু কেন কষ্ট হয়ে
বাজে আমার কানে ?

ছোট ছোট প্রমোদ যতো
ভাগাভাগি করে,
গাঙের মাঝে ঢিল ছুঁড়েছি
দুঃখকে সব ভুলে।
লগ্ন ছিলো ক্ষীণ সুখের
জোনাক আলোর মতো,
আধো আলো আধো ছায়ায়
আঁকড়ে নিয়েছি ততো।

মন খারাপের দিনগুলো সব
উড়িয়ে দিয়ে ধুলায়,
বুকটা ভরে নিঃস্বাস নেই
মুক্ত স্বাধীন হাওয়ায়।
কাব্য তোমার অপেক্ষাতে
নিশীথ প্রহর গোনে,
লিখবে তুমি...বলবো আমি,
নিসর্গ তাই শুনে।

সংযুক্ত  আরব আমিরাত
১২/১৮/২১