অজানা ভোরে মননের ডোরে
আঘাত হেনেছি নিজের ই ভ্রমে,
অকারণে হিয়া কাঁদায় আমি
তোমারে  করেছি পর।  

মন আলয়ে নেই সুখে পাখি
একাকী হৃদয়ে শুধু ডাকাডাকি,
দিনশেষে খগ ঈপ্সা লুকায়ে
নিলয়ে ফিরিয়া যায়।

আহত প্রাণে ঠায় না মেলে
তম অম্বর চেয়ে শুধু বলে,
যদি মিলে সখা দেখিবার তরে
কহিব কথা দুটি মন খুলে।  

দুঃখ যত দিয়েছি তোমায়
সব শুষে নেই তার,
কুণ্ডলী বিষ পান করিব
সখা তোমারই আরাধনায়।