চাঁদের আলো মিলবে কি আর সূর্যকিরণ রেশে?
সময় মোদের দূরত্বকে রেখেছে আপন বেশে,
এক আকাশে থেকেও প্রহর গুনছি  দিবা রাতি,
কোন গ্রহণে, ক্ষণিক মিলনে, জ্বলবে সুখের বাতি।  

ওগো... বিবস্বান,
তোমার তাপে হৃদয় কাঁপে, তোমার স্নেহে সাহস,
তোমার হাসি জীবন নদী ...  বয়ে চলায় নিরলস,
আমার আকাশ সোনালি যেথা অরুণ কিরণ মনে,
তোমার প্রেমে সবুজ বনানী সাজে উদ্ভাসিত প্রাণে।  

ওগো... সুধাময়,
তুমি আমার রাতের রানী... স্নিগ্ধ ময়ূখ দ্যুতি,
তব নরম আলো আমার নীল অম্বরের জ্যোতি,
তোমার ছোঁয়ায় সুরের খেয়ায় জেগে উঠে ঝংকার
তোমার শীতল বিমোহিত রূপ আমার অহংকার।

মিলবো কবে আকাশ গায়ে মুড়িয়ে মেঘের চাদর,
সোনালি রুপোলি আলোর সাথে খেলবে ছায়ার আদর।
প্রেমের রঙে রঙিন আকাশ তোমার আমার মনে,
ক্ষণিক হলেও মধুর মিলন ঘটে... চন্দ্র-সূর্য গ্রহণে।  


-সংযুক্ত আরব আমিরাত