তুমি কি জানো…
এই আহূত সংযোগ মন ধূসর রং-এর ছবি আঁকে?
রংধনু রং মিলিয়ে গিয়ে ধূসর নীল দোসর রূপে
চেনা অচেনা ভিড়ের মাঝে নিজেকে করে একা,
তাও ভালো যদি শুনতে না হয় মিথ্যা মায়ার কথা।
একটু না হয় ভিন্ন হলেম মহাসভার মাঝে
একটা জীবন, শ্বᛁস নেই তবে খোলা আকাশের নিচে।
তুমি হয়তো জানো…
হৃদয় আমার আর কাঁদে না নীল অম্বরের চাঁদ যদি না হাসে,
প্রকৃতির এই অভিমান তরে হৃদ্যতা হয়েছে বহু আগে।
মেনে নিয়েছি খুনসুটি তার মনকে উজাড় করে,
থাক না নিজের ইচ্ছা গুলো অন্য কারোর হয়ে।
তোমার পথে হাটবো বলে কদম ফেলেছি আঁকাবাঁকা,
দুঃখ পেলো ভালোবাসা তার সুখ পড়লো ঢাকা।
জানো কি তুমি…
আকুল এ মন ঠায় খুঁজে প্রায় শান্ত স্রোতের তরঙ্গে,
বয়ে চলে সে কি সুখের তরে নাম না জানা সীমান্তে।
হারিয়ে গেছি বহুবার আমি তোমার কম্পিত হরষে,
সময় আমার প্রহর গোনে উৎকণ্ঠিত আবেশে।
সাথে থাকি বা না থাকি তাতে কার কি আসে যায়,
অনুভূতি গুলো থাক না ঢাকা ধূসর নীলিমায়।
জানবে তুমি …
পায়রা হয়ে উড়বো যেদিন স্মৃতি হবে সব কথা,
স্মরণে রেখো নাম খানি মোর কখনো যদি হও একা।
যা ছিল আমার সব দিয়েছি তোমারে আপন করে,
জানি আমি তার কিছুই নিতে পারবো না সাথে করে।
এক জীবনে তুমি ছিলে সেই অমূল্য আভরণ ,
যার আগমন আমায় দিয়েছিলো নতুন অভিসরণ।