তোমার আমার শ্বাস বন্ধ
কাঁচের দেওয়াল ঘিরে,
স্বচ্ছ তাহার প্রতিচ্ছবি
নিশ্বাসে লয় ধীরে,
কথপোকথন কান্দন রূপে
অঝোর ধারায় বহে।
দৃষ্টি এখন খুঁজছে বেলায়
নেই ঘড়ি তার নেই কোনো ঠাঁয়,
তবুও হঠাত প্রাচীর ভেদে
নয়না যদি মিলে,
বেদনা-বিধুর অভিনিবেশে
পরিতোষ ঢাকা পরে।
অবেলার ডাকে নেই সাড়া আর
দ্যুলোক ঢেকেছে ঘন তমসায়,
রুক্ষ সুতার প্রদীপ জ্বেলে
অংশুমালী খুঁজি।
কেউ জানি না যুগল হিয়ার
কোথায় ছিল ত্রুটি?
এই তিথিও ক্লান্ত হওয়ার
রুদ্র শ্বাসের যবনিকা পার,
বিলাস নদীর তীরে।
আয়াস ঘেরা কাঁচের দেওয়াল
চুরচুরিয়ে ভাঙবে এবার
হৃদয় মিলন তরে।