তুমি কাছে থাকো কি বা দূরে,
তুমি থাকো মোর গহীন ভাবনায়,
তুমি চোখের পাতায় বসত করো,
তুমি অধীর মনের অতি কামনায় ।
তুমি মিশে থাকো কি বা ছুঁয়ে,
তুমি থাকো মোর সদা আননে,
তুমি সিক্ত ঠোঁটের মধু নির্যাসে,
তুমি নীল অধরের তৃষিত বরণে।
তুমি তটে থাকো কি বা তীরে,
তুমি থাকো মোর তীব্র মোহনায়,
তুমি শান্ত স্রোতের উথল তরঙ্গ,
তুমি মন জলধির গোপন যাতনায়।
তুমি পাপে থাকো কি বা পূণ্যে ,
তুমি থাকো মোর নিবিড় প্রার্থনায়,
তুমি নতুন ভুলের গরজে ব্যাকুল,
তুমি অমৃত সাধন আরাধ্য বন্দনায়।
- সংযুক্ত আরব আমিরাত