বিরাগ

আজি ক্ষণেক্ষণে তোমার ও সনে পলক দিয়ে যায় ফাঁকি
মুষ্টিবদ্ধ এই হাতে বালু কেমনে যে ধরে রাখি ?
ভারী শ্বাসে কান হারিয়েছে প্রাণ আবেগ জড়ানো কণ্ঠে,
রাঙা মুখ খোঁজে তোমার বুকে যদি মেলে অবগুণ্ঠন।

আমার আঁখির সলিল তোমার হৃদি কায়া বেয়ে ঝরে,
তোমার লুকোনো কান্না বিলীন আমারই হৃদয় জুড়ে।
অভিমানী মন প্রণয়ে ঢেকেছে তোমার অদ্রি চূড়া,
ক্লেশ ভরা প্রাণ খুলতে না পারে জং ধরা সেই কড়া।

বিবাগী হিয়া আঁখি মেলে রয় যতদূর পারাবার,
যেথায় অভ্র কায়ার মিলন হতো যদি একবার?
এক জীবনের সাধনা তুমি অমিয় পাওয়ার নেশা,
যুগে যুগে রবো তোমারই প্রণয়ী এইটুকু মোর আশা।

কভু যদি হায় পাড়ি দিতে হয় অবিদিত ঠিকানায়,
ভুল করে সখা প্রিয় নামে ডেকো একান্ত অপেক্ষায়।
নিলাম না হয় বিচ্ছেদ ভার,  শ্বাস নেয়া ছিলো দায়,
প্রেম পিয়াসী মন তাই আজ  বিবাগী, অসহায়।

সংযুক্ত আরব আমিরাত
৪/১২/২১