সন্ধ্যাটা আজ অন্য রকম বাতাসে মিষ্টি ছোঁয়া,
চাঁদ আকাশে উঁকিঝুঁকি দেয় মেঘের চোখে মায়া।
নিয়ন লাইটের আলোতে সাজে গাছের সবুজ পাতা,
ঝলমলে তার বিমোহিত রূপ যেনো ময়ূর পেখমে বাধা।
বুকের ভিতর কষ্ট চেপে খোলা গগনের নিচে,
শ্বাস নেওয়াটা দুরূহ হলেও ভাবনাটা নয় মিছে।
একটা নবীন প্রাণের আকুতি শুনলনা কেউ আর,
সব ব্যাকুলতা দুমরে মুছরে নেমে এলো অন্ধকার।
সে তো কেবল মতপ্রকাশে সোচ্চার হয়েছিলো,
হায়নার দল ছোবল মেরে বাকস্বাধীনতা খেলো।
শত্রু রূপে বন্ধুর বেশে হাতছানি দিয়ে ডেকে,
পাশবিক রঙ হাতে হাতে নিয়ে শরীরে দিলো মেখে।
সে তো ছিলো স্বাধীন দেশের গর্বিত সন্তান,
সে তো ছিলো মায়ের বুকের ধুকপুক স্পন্দন।
সে তো ছিলো বোনের মুখের লাজ লুকানো হাসি,
সে তো ছিলো সেই মহাপুরুষ প্রেমিকার চোখে সাহসী।
বায়ান্ন বছর পরেও কেনো এই নির্মম পরিহাস,
আমরা কি তবে স্বাধীন দেশের ভুলে ভরা ইতিহাস।
এমন অনেক প্রশ্ন জালে বিঁধছে এ মন রোজ রোজ,
মায়ের বুকে ঝড় বইছে তার কেউ রাখেনা খোঁজ।
এমনি এক ঝলমলে সন্ধ্যা হোক নবীন প্রাণের বর,
স্বাধীন দেশের মুক্ত আকাশে তুলুক কথার ঝড়।
ধমনীতে যার বিজয়ের সুর বেড়ে উঠা সবুজ স্বপ্ন,
আবিরের রঙ বুকে থাকে তার , নয়তো চেতন ভগ্ন।
১/১১/২০২৩
-সংযুক্ত আরব আমিরাত