রাত ছিল জমকালো তারার মিছিল তাকঝাক
ফিনফিনে নীল শাড়ি শিফন আঁচলে তোমার হাত
ব্যস্ততা মাঝে নিস্তব্ধতা মুহূর্ত গুলো ফ্রেমে থাক
মুগ্ধতা ছিল চুপকথা আর বাকি সব আড়াল যাক।
সব বড় ভাল লাগছিল মুক্ত ছিল নিশ্বাস
মোমবাতি জ্বলবে বলে মনের গভীরে আশ্বাস
অনুভূতি সত্যি ছিল প্রেমের ঘরে যার বাস
কাব্য নয় সে তো কল্পনায় তোমার রচা উপন্যাস।
মন ভুলে এই ক্ষণটারে খুঁজে ফিরি কেন আজ
দৃষ্টিতে ঘন বৃষ্টিতে আর চোখে চোখে নেই লাজ
চাঁদ খেলে মেঘের কোলে শহরটা খুব চুপচাপ
জোনাকিরা ঘুমের ঘোরে কালো রূপে নিল সাজ।
ঝিরিঝিরি ঝিরিঝিরি বাতাসে
বালু ভাঁজে পা টিপে রাখা যে
কষ্টেরা দেবে যায় নিমিষে
যদি ডাকো সেই নামে আমাকে।
বেদনারা পাল তোলে আকাশে
ফিনফিনে ভালোবাসা আঁচলে
সিগারেট ধরা দুই আঙুলে
অকারণে মন জ্বলে অনলে।
সংযুক্ত আরব আমিরাত
১৫/৯/২০২২