মন বাসনা ছিলোই কবে
বিমুখ হৃদয় মাঝে,
আছড়ে পড়া ঢেউ গুনেছি
সকাল-বিকেল-সাঁঝে।
ছদ্মবেশে থাকা ঝিনুক
কোন সে বিরল খোঁজে,
কেউ জানে না মন লুকোনো
কৃষ্ণ মোতির সাজে।
মনই ছিলো খুব আঁধারে
লাস্য আড়াল করে,
দর্পনে তার নিজ পরিচয়
তুললে তুমি ধরে।
দেখেছি চেতন বেলাজ বিমূঢ্
বিবস্ত্র তব তরে,
অবদ্ধ মন অপলক আঁখি
আরশিতে ধরা পড়ে।
ভিন্ন কি আর ছিলেম মোরা
সুর-তাল আর লয়ে,
শিবরঞ্জনী প্রেম সাধনায়
আকুণ্ঠ নির্ভয়ে।
নয়তো সে সুর সহজ তবু
সিদ্ধি লাভের জয়ে,
পুড়ছে হৃদয় কামানলে
আর জ্বালা না সহে।
হয়তো বা প্রেম এমনই মোদের
অধরা মনের কথা,
আলংকারিক সংযোগে যার
আদর সুখ আর ব্যথা।
জানবে না কেউ এই ভাষা যা
মূক সোহাগে ঢাকা,
হৃদয় অলীক, তাই সে কথা
কাব্যে লিখে রাখা।
-সংযুক্ত আরব আমিরাত