আকাশ জুড়ে মেঘ করে থমথম,

হৃদয় মেঘেও দুঃখ তো নেই কম,

প্রশ্ন আটক মুখ খোলা এক খামে,

কোন আকাশে বৃষ্টি প্রথম নামে?


এক আকাশে রৌদ্র বারিষ নীল,

দুঃখ সুখে বারোমেসে গড়মিল।

বিহান দুপুর সন্ধ্যে রাতে ঠাম,

অভ্র- অখিল কতোই যে তার নাম!


মন আকাশও ভিন্নতাকেই খোঁজে,

অন্য নামে ডাকলে দু’চোখ বোঁজে।

কিন্তু কায়ায় বছর জুড়ে জ্বর,

দুঃখ মেঘের ভারটা নিরন্তর।


জরদ কিরণ নভ নীলে মিশে,

শুভ্র পালক  আঁকছে নীরদ কেশে,

সেই আকাশেই রঙ বদলের মেলা ,  

অরূণ আভায় মাতাল ঝড়ের খেলা।


মন আকাশেও অযুত বোধের রঙ,

একটা মনেই সাধু-মনুজ-সঙ।

কিন্তু যে নেই হোলির বিলাস তার,

নিত্য পোষে ধূসর অহংকার।


আকাশ রাখে মনকে অমোঘ স্নেহে ,

মন নিরাকার অচল নিথর দেহে।

মুখ খোলা সেই খামটা কোথাও নেই,

বৃষ্টি নামার সুখটা কারে দেই?


-সংযুক্ত আরব আমিরাত
-২৬/০৪/২০২৪