আমার কাছে দেওয়ার মতো
কিছুই নাই গো প্রিয়
      ভালোবাসা ছিল যা বাকি
       গ্রহণ করে নিও।

মনের ঘোরে সবই তোমার
আপন ভাবার ভুলে
       বাতুল ছিল ভাবনা আমার
       নিজের হাতে তুলে।

ভবের ঘরে কতই না আর
রঙ্গ দেখে গেলাম
        বাকি জীবন একটু না হয়
        মুখোশ পরেই নিলাম।  

মান- অভিমান রাগ-অনুরাগ
সইবে কি আর বলো
          অধর জুড়ে হাসির ছলে
           হৃদয় গরল  হলো.  

সরিৎ কায়ার স্বচ্ছ জলে
আবিল এসে জমে
        তাতে কি আর শৈবলিনীর
        মাধুর্য যায় কমে?

চাঁদের আলোক তোমার ঘরে
জোনাক মিছিল করে
        সেই ময়ূখের একটু কিরণ  
        রেখো অন্তরালে।  

আমার নয়ন স্বপ্নে বিভোর
অলখ প্রেমানুরাগে
        সেই ঘরেতে বসত তোমার
         একটি প্রিয় নামে।


সংযুক্ত আরব আমিরাত
২/১০/২০২২